আসসালামু আলাইকুম,
আপনার যদি মনে হয় আপনি জীন যাদু বদনজরে আক্রান্ত তাহলে কারাে কাছে না গিয়ে নিজের রুকিয়াহ নিজেই করতে পারবেন রুকিয়াহ অডিও শোনার মাধ্যমে। তবে সতর্ক থাকতে হবে যে, রুকিয়াহ অডিও বাড়িতে একা থাকলে, গাড়ি চালানো বা কোন প্রকার মেশিন চালানোর সময় শোনা যাবেনা। এখানে খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করলাম।
নিজে নিজে রুকিয়াহ করাকে সেলফ রুকিয়াহ বলা হয়। এখানে একটি বিষয় জরুরী তা হলো আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত আদায় করতে হবে। ফজর ও মাগরিবের সালাতের পর সূরা ইখলাস, ফালাক, নাস তিনবার করে পড়তে হবে। এছাড়াও সুবিধামত নিয়মিত জ্বিকির গুলো করতে হবে। এমনিতে কোন সমস্যা হয়না। সমস্যা হয় যদি জ্বিন উপস্থিত হয়ে যায় বা অত্যাচার শুরু করে এই জন্য সেলফ রুকিয়াহ করার সময় সাথে এমন কাউকে রাখতে হয় যে এই সব ভয় পায়না বা সামাল দিতে পারবে। এছাড়াও কিছু ছোট ছোট দোয়া মুখস্ত করতে হবে যা অতি সহজ।
*** ভয় পাবেন না বা থামবেন না যদি: বমি বমি ভাব বা বমি হয়। মাথা ঘোরে বা ক্লান্তি বা ঘুম পায় বা মনে হয় শরীর হালকা হয়ে যাচ্ছে বা মুখের স্বাদ তিতা বা লবনাক্ত বা এমন যা ভাষায় প্রকাশ করা যায়না অথবা মেজাজ খিটখিটে হয়ে যায় অথবা এমন মনে হয় বন্ধ করলেই ভালো লাগবে খামাখা শুনতে গেলাম। রুকিয়াহ শোনার সময় যদি শরীরে ব্যাথা বেড়ে যায় বা জ্বালা করে বা অস্থীর লাগা শুরু হয়ে যায় বা কিছু দেখতে পান সাথে সাথে রুকিয়াহ অডিও শোনা বন্ধ করে পরামর্শ করবেন।
***অডিও শোনার নিয়ম: অবসর সময়ে নিরিবিলি পরিবেশে চোখ বন্ধ করে শুনবেন যেন মনযােগ নষ্ট না হয়। সাধারনত সমস্যা থাকলে ২০ মিনিটের মধ্যেই প্রকাশ পায় কিন্তু যদি জেদি বা গোঁয়ার টাইপ কিছু বদমাইস থাকে তাহলে নুন্যতম ৩ দিন সময় লাগতে পারে।
জ্বীনের আসর এর রুকিয়াহ
কালো জাদুর জন্য রুকিয়াহ
বদ নজরের জন্য রুকিয়াহ
সব ধরনের চিকিৎসার জন্য রুকিয়াহ তালিকা
এছাড়াও আপনার পছন্দমতো যে কোনটি শুনতে পারেন।