আসসালামু আলাইকুম। এই পেজে ক্লিক করার জন্য ধন্যবাদ। 


নিজের সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। আর দশজনের মত সাধারন একজন মানুষ।


নিজের অবস্থানে থেকে মানুষের উপকার করার একটি ক্ষুদ্র চেষ্টা করছি মাত্র। এরই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আয়ান রুকিয়াহ হাউস-arh এর যাত্রা শুরু।


দীর্ঘদিন যাবৎ পবীত্র কোরআন ও সুন্নাহর আলোকে জ্বীন যাদু বদনজর এর কারনে সৃষ্ট সকল প্রকার রোগের ও সমস্যার শর্তসাপেক্ষে রুকিয়াহ এবং পরামর্শ প্রদান করছি সম্পুর্ন বিনামুল্যে। 


পুর্নাঙ্গ প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য অতিরিক্ত খরচ প্রয়োজন সেটা পুরনের জন্য  এ্যফিলিয়েট লিংক যোগ করেছি আল্লাহ যা চাবেন তাই হবে। 


এই ব্লগের বক্তব্য একান্তই আমার ব্যাক্তিগত। আমি কাউকে আমার মতামত মানতে বা কারো উপর চাপ প্রয়োগ করে মানতে বাধ্য করছিনা। কোন কথা বেমানান মনে হলে আমার চাইতে অনেক বড় বড় আলেম রয়েছে তাদের সাথে আলোচনা করার জন্য অনুরধ করছি। কারন আমি আলেম নই, রাক্বীরা আলেম হয়না। 


যেহেতু শেখার শেষ নেইি তাই আমিও মানুষ হিসেব ভুল করতে পারি। সময় ও অভিজ্ঞতার সাথে অনেক কিছুই পরিবর্তন হয় আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।