এক নজর

15/recent/ticker-posts

Advertisement

রােগীর জন্য প্রশ্ন

 

জীন যাদ বদনজর যাচাই করার জন্য প্রথমে রোগীকে যে সকল প্রশ্ন করে তারই তালিকা এখানে দেয়া হয়েছে।


 আপনার নাম:- 


সমস্যা কত দিন থেকে:- মাস/বছর=    


হ্যাঁ বা না দিয়ে উত্তর দিন । যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন..? আদায় করলে হ্যাঁ বলবেন আদায় না করলে না বলবেন। এখানে কোন কথা গোপন করলে আপনারই সমস্যা হবে তাই যথা সম্ভব লজ্জা না করে সত্য বলবেন। 


০১ দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছেন তবুও সুস্থ হচ্ছেন না I 

        

 ** ডাক্তার বলছে কোন সমস্যা নেই। 


০২ পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করেন


** কোরআন তেলাওয়াত শুনলে অস্থির লাগে বা ঘুম পায় ।


** নিয়োমিত গান শোনেন, শুনতে ভালো লাগে  ।


০৩ টয়লেটে দোয়া পড়ে প্রবেশ করেন । 


০৪ টয়লেটে/গোসল খানায় অতিরিক্ত সময় ধরে থাকেন ।


০৫ কোন মাহাত দিয়ে চিকিৎসা করিয়েছেন ।


০৬ মাহাতের দেয়া কিছু খেয়েছেন/ পুড়েছেন/ পুতে দিয়েছেন/ ধুঁয়া দিয়েছেন/ ছিটিয়েছেন ।


০৭ মাহাতের দেয়া কোন তাবিজ বা অন্যকিছু এখনো ব্যাবহার করছেন ।


০৮ মাহাত/কবিরাজ কি কি নিয়েছে:


ক:  কোন প্রানী যেমন: নিদৃষ্ট রংয়ের ছাগল, মুরগী, কবুতর ইত্যাদী


খ : কোন স্থানের যেমন বাড়ি/মসজিদ/মন্দির/ মাজারের মাটি,পানি, জুতার ধুলা ইত্যাদী ।


গ : ব্যাবহৃত জিনিস যেমন: কাপড়, চুল, নোখ,আংটি,বেল্ট, চশমা এই ধরনের ।


ঘ:  অন্যকিছু যেমন: সুপারী,ডিম,সিঁদুর,হাঁড়ি,কলা,কালো কাপড়, ফুল,আতর,ধুপ, আগরবাতি। 


০৯ আপনি বা আপনার পরিবারের কেউ মাহাতের দ্বারা কারো উপরে কিছু করেছিলেন ।


(*) শরীরে জ্বর জ্বর মনে হয় কিন্তু থার্মমিটারে উঠছেনা ।


১০ একের পর এক রোগ লেগেই আছে, একটা সুস্থ হলে আরেকটা শুরু ।


১১ সাধারন অসুখও দির্ঘদিন চিকিৎসা করেও ভালো হচ্ছেনা মনে হয় ওষুধ কাজ করছেনা ।


*** পড়াশোনা বা কাজে  বা নামাজে মন বসেনা /  ভালো লাগেনা  ।


১২ প্রায়ই শরীর দুর্বল লাগে, বমি বমি ভাব লাগে ।


১৩ সব সময় ঘুম ঘুম ভাব, সারাদিন হাই ওঠে ।


*** মাঝে মাঝে চেহারা মলিন, ফেকাশে বা হলুদ মনে হয় 


১৪ চেহারায় লালচে ছোপ ছোপ দাগ হয় (এলার্জির মত)


১৫ ক্ষুদা মন্দা খাবার দেখলেই পেট ভরে যায় খাবারে রুচি লাগেনা


১৬ কোন কারন ছাড়াই অহেতুক মেজাজ বিগড়ে যায় ।


*** বুক ধরফর করে বা বুকে চাপা বোধ হয় বা দম বন্ধ ভাব হয় বা অস্বস্তি লাগে


*** কাঁধ ভারি হয়ে থাকে কোন কারন ছাড়াই মাথা ভারি হয়ে থাকে  ।


১৭ পেটে গ্যাস হয় ঔষধ খেয়েও কাজ হয়না ।


১৮ আগের চাইতে চুল কমে গেছে  ।


১৯ হাত পায়ে মাঝে মধ্যেই ব্যাথা করে বা সমস্ত শরীরে ব্যাথা চলা চল করছে মনে হয় ।


২০ কোন কারন ছাড়াই কান্না আসে ।


২১ মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই, কোথায় যাবো জানি না কোন স্থান নিদৃষ্ট নাই ।


২২ কয়েক বার বের হয়ে নিজেই ফিরে আসি ।


২৩ কয়েক বার বের হয়েছি বাড়ির লোকজন ধরে নিয়ে আসে


২৪ একা থাকতে ভালো লাগে বন্ধু বান্ধবকেও ভালো লাগেনা ।


২৫ ব্যাবসা/  চাকুরি/ আয়-রোজগারে ঝামেলা লেগেই আছে উন্নতি হচ্ছেনা


২৬ আপনি যে কাজ ভালো পারেন সেটা করতে গেলেই অসুস্থ হন বা ঝামেলা বাধে ।


২৭ সপ্নে বোরখা পড়া কাউকে দেখেন যার চোখ খোলা থাকে বা লাল চোখের মানুষ দেখেন ।


২৮ স্বপ্নে নিজেকে মৃত বা মরা মানুষ দেখেন


(*) নামাজ পড়তে ভালো লাগেনা নামাজের কথা শুনলেই বিরক্ত লাগে


*** চোখ কান দাঁতের সমস্যা ছাড়াই দীর্ঘস্থায়ী মাথা ব্যাথার ঔষধে কাজ হয়না ।


২৯ খুব সামান্য কারনেই রেগে যাই বা কান্না পায়


৩০ বিশেষ কোন কারণ ছাড়াই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বা স্ট্রোক হয়েছে।


*** হঠাৎ অজ্ঞান বা দাঁতি লেগে ফিট হয়ে যান।


৩১ সব সময় অলস লাগে শরীর ভারী হয়ে আছে মনে হয়


৩২ বাড়িতে থাকলে মনে হয় পিছনে কেউ আছে বা কেউ আমাকে দেখছে ।


৩৩ কোন কারন ছাড়াই ভয় ভয় লাগে ।


৩৪ মাঝে মাঝে মনে হয় কেউ পাশ দিয়ে চলে গেল ।


৩৫ কোন ছায়া সরে যেতে দেখলাম মনে হয়।  সাদা / কালো বা আলোর মত ।


৩৬ বিছানায় শুলে মনে হয় পাশে কেউ বসে আছে ।


৩৭ বাড়িতে কেউ ব্যাবহার করেনা এমন আতর বা সুগন্ধ প্রায়ই পাওয়া যায়


৩৮ কোন কারণ ছাড়াই প্রায়ই পোড়া গন্ধ বা দুর্গন্ধ পাওয়া যায় ।


৩৯ পরিচিত কন্ঠের ডাক বা শব্দ শুনতে পাই কিন্তু কাউকে দেখা যায়না


৪০ কোন কারন ছাড়াই বাড়িতে, কাপড়ে আগুন ধরে বা জামা কাপড় কাটা / ছেড়া পাওয়া যায়  ।


৪১ প্রায়ই ছোট খাট কিছু হারায়, আবার সবার নজর পড়বে এমন জায়গায় পাওয়া যায় ।


৪২ যেখানে সেখানে হোঁচট খেয়ে পরে যান বিশেষ করে টয়লেটে ।


৪৩ গরম কিছু হাত থেকে পরে গিয়ে শরীর পুড়ে গেছে যেমন: পানি, তরকারী,ভাত, দুধ ।


৪৪ কোন কারন ছাড়াই শরীরে কাটা বা আচরের দাগ দেখা যায় ।


৪৫ নিদৃষ্ট সময়ের চাইতে বেশি সময় ধরে ঘন ঘন ঋতুশ্রাব হয়   ।


৪৬ ঘুমের মধ্যে সপ্ন দেখেন ।


কোন বাড়ি বা ফাঁকা জায়গা বা গোরস্থান বা নদী বা পুকুর ।


কোন জন্তু তারা করছে, যেমন: কালো ষাঁড়, কালো সাপ, বাঘ, ইঁদুর, কালো গরু, উট, কালো কুকুর ইত্যাদি।


কিছু কামড় দিয়েছে ঘুম থেকে জাগার পরে সেখানে দাগ দেখা যায় 


আপনি কখনও কোন জন্তুকে মেড়েছেন বা তারা করেছেন


পাহাড় বা উচু স্থান থেকে পরে যাচ্ছেন এমন অনুভুতি হয়


ভয়ের কিছু দেখে চমকে উঠেন, জাগার পর মনে থাকেনা / থাকে  ।


মানুষের মত ছায়া যেমন: বেশি লম্বা/  খাটো/ কালো/ সাদা/ চেহারা দেখা যায়না।


রক্ত বা রক্তের ছিটা ঘরে বা অন্য কোথাও বা রক্তে ডুবে আছেন


নদী বা পুকুর বা পানিতে সাতারাচ্ছেন বা ডুবে যাচ্ছেন ।


মৃত মানুষ দেখেন: কাছে ডাকে/  নিয়ে যেতে চায়/  কিছু বলতে বা দিতে চায়।


সপ্নে কিছু খেয়েছেন: মিষ্টি/ ফল/ শরবত বা আনকমন কিছু।


কোন পুরুষ বা মহিলা: ডাকে / ধরতে চায়/ সেক্স করতে চায় / হুমকি দেয় / কিছু দিয়ে ভয় দেখায়।


*** সপ্নে যা দেখেন তা পরের দিন সত্যি হয়। যেমন:- কেউ মারা গেছে, এক্সিডেন্ট হয়েছে এরকম


৪৭ স্বামী স্ত্রীর ক্ষেত্রে


দেখতে কুৎসিত লাগে/ কোন কথাই সহ্য হয়না/ না থাকলেই ভালো থাকি


সন্দেহ করে কারো সাথে সম্পর্ক আছে/ মিথ্যা বলছে /


সামান্য কারনে রাগা রাগি হয়/ সামান্য বিষয়ে রাগারাগিতে তালাক পর্যন্ত পৌছে যায়।


বিশেষ কোন কারণ ছাড়া: স্ত্রীর ক্ষেত্রে শশুড় বাড়ির লোকজন সহ্য হয়না মনে হয়।


বিশেষ কোন কারণ ছাড়া: স্বামীর ক্ষেত্রে শশুড় বাড়ির লোকজনকে বেশি সমিহ করছে মনে হয়।


রাগারাগি হলে ৩ দিনের বেশি কথা বলা বন্ধ থাকে বা বাড়ির কাজ করা বন্ধ করে দেয়।


আপনার উত্তর যদি ২০ % হ্যাঁ হয় তাহলে আশা করা যায় আপনার তেমন কোন সমস্যা নেই।


বিঃ দ্রঃ : রুকিয়াহ করে প্রতিক্রিয়া না হলেই শতভাগ নিশ্চত হওয়া যায়।  প্রশ্নের উপর ভিত্তি করে শতভাগ নিশ্চিত হওয়া যায়না জ্বিন বা যাদু বা বদনজরের কোন সমস্যা আছে কিনা। ।