কথা প্রসঙ্গে একজন দুঃখ করে বললো এমন একটা মেয়ের সাথে বিয়ে হলো সেও আবার পাগল। প্রশ্ন করতেই জানতে পারলাম এটা তার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী মারা যাবার পর এই মেয়ের সাথে বিয়ে হয়। এই মেয়ের ১৪ বছরের একটি মেয়ে ছিলো গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করার পর স্বামী না থাকায় পরিবারের লোকেরা এই লোকের সাথে বিয়ে দেয়। গত ছয় বছর থেকে প্রতিমাসে আট হাজার টাকার ঔষধ প্রতিমাসে কিনতে হয়। রিটায়ারড করাতে এখন তার জন্য এটা খুব কষ্টের। বিস্তারিত জানার পর আমার প্রশ্নের তালিকা দিলাম। রুকিয়াহ করার প্রয়োজন হয়নি বুঝতে পারলাম এই পরিবার প্রতারকের পাল্লায় পড়েছে। তিনমাস পর পর তাবিজ রিনিউ করতে হয় যার মুল্য প্রতিপিস ২ হাজার তিনজনের তিনটি আর বাড়ির জন্য একটি তিন মাস পর পর ৮ হাজার টাকা শুধু তাবিজ বাবদ খরচ। আর অন্যদিকে রোগ নেই তবুও মানষিক ডাক্তারের কাছে যাওয়াতে অপ্রয়োজনীয় কিছু ঔষধের পার্শপ্রতিক্রিয়াতে শরিরের উপর বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাইপোলার ডিসঅর্ডার, হিসটিরিয়া, ডুয়েল পার্সনালিটি ডিসওর্ডার, এঙযাইটি মানসিক ডাক্তারের কাছে এগুলোই শুনবেন। তাকে আপনি কিভাবে বোঝাবেন যে বিজ্ঞানের বাইরেও আরো একটি জগৎ রয়েছে যা আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারি। মানসিক ডাক্তারের মতে একটি সুস্থ মানুষও রোগী মনে হবে হয়ে যাবে কোন না কোন অমুক ডিসওর্ডার। তবুও রোগীকে মানসিকভাবে শান্তনা দেবার জন্য একমাস পর্যবেক্ষন করি ৪ দিন রুকিয়াহ করি এবং নিশ্চিত হই তার কোন সমস্যা নেই সে নিজেই নিজের কাল্পনিক রোগ তৈরি করে নিয়েছে যার কারন হলো আগের সেই প্রতারক মাহাত বা কবিরাজরা। এই কবিরাজরা তার বাড়ি বিক্রি করিয়েছে, আত্বিয়স্বজনদের মধ্যে সম্পর্কের ফাটল ধরিয়েছে এখন এই পরিবার আর্থিক ও সম্পর্কের দিক থেকেও নিশ্ব। সর্বশেষ আমি যখন বললাম আপনার জ্বিন বা জাদুর কোন সমস্যাই নেই। একটি তাবিজ ভেঙ্গে তার নকসা যখন দেখলাম তাতে আরো চমকে উঠি এই তাবিজ সংসার নষ্ট করার জন্য সংসার উন্নতি করার জন্য নয়। কি পরিমান প্রতারণার শিকার হয়েছে যখন বোঝালাম পজিটিভ কাউন্সিলিং করলাম। তার পর ২ মাস একেবারে ভালো ছিলো কোন ঔষধেরও প্রয়োজন হয়নি সে নিজেই বলেছে কিন্তু সমস্যা হলো তার দেবর তাদের বাড়িতে বেড়াতে আসাতে আবার তার আগের স্বভাব ফিরে এলো এর কারন হলো মাহাত তাকে দুলিয়েছে ৮ বছর আর আমি মাত্র একমাস এতো দ্রুত সুস্থতা আশা করা যায়না। তাই আরো একবার কাউন্সিলিং করি। আশাকরি কাজ হবে। এটা এখনো চলমান। আল্লাহ যতদিন চাবেন আমার চেষ্টা চলবে।