এক নজর

15/recent/ticker-posts

Advertisement

খাওয়ানোর সময় সতর্ক থাকতে হয়

খাওয়ানোর সময় সতর্ক থাকতে হয়


আমার স্ত্রীর একটি স্তন হঠাৎ করেই শক্ত হয়ে গিয়েছে সাথে তিব্র ব্যথা। এটি হয় সাধারনত বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে। তিন দিন রুকিয়াহ করার পর আল্লাহ সুস্থ করে দেন। আমার এক বন্ধুর স্ত্রীর এমন হয়েছিলো ডাক্তার অপারেশন করে একটি স্তন কেটে ফেলেছে। তারা এই বিষয়টি জানলে হয়তো এমনটি হতোনা। আলহামদুলিল্লাহ আমি জানি আমার স্ত্রীর অপারেশন করতে হয়নি। 

ছোট ভাইর চার মাসের বাচ্চা হঠাত করেই সকাল থেকে খাওয়া বন্ধ। গতরাত সারারাত জেগেছিলো। আমাকে পরের দিন রাতে জানালে বাচ্চার উপর রুকিয়াহ করি। তবুও বাচ্চার খাওয়া শুরু করলো না বুঝলাম বাচ্চার কিছু হয়নি।  তখন সন্দেহ হলো বউমার উপর রুকিয়াহ পানি দিয়ে বুক ধুয়ে খাওয়াতে বললে তারপর বাচ্চা খাওয়া শুরু করে। আলহামদুলিল্লাহ যিনি আমাকে শিখিয়েছেন ও সুস্থ করেছেন। নইলে আমাকেও কোন মাহাতের কাছে যেতে হতো, ডাক্তারের কাছে গিয়ে ভুল চিকিৎসা করে আরো সমস্যা বাড়িয়ে নিতে হতো।