এক নজর

15/recent/ticker-posts

Advertisement

মনে হচ্ছে কেউ যাদু করছে

মনে হচ্ছে কেউ যাদু করছে


সমস্যা মা ও ছেলের। মায়ের মনে হয় তার পরিবারের উপরে কেউ কিছু করছে। মাহাতের কাছে গিয়ে যা হবার তাই হয়েছে। সমস্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আর মাহাতের পিছনে খরচ করতে করতে যখন অতিষ্ট তখন আমার সাথে কথা হয়। পরিচিত তাই আমার তেমন কিছু মনে হয়নি। তবুও একবার চেকআপের জন্য তাদের বাড়ি গেলাম। ছেলের উপর রুকিয়াহ করে কিছুই হলোনা। মায়ের উপরেও রুকিয়াহ করে কিছু হয়নি। যখন বললাম কোন সমস্যা নেই তখন ছেলের মা আমার কথা বিশ্বাসই করতে পারলনা কারন পুর্বের মাহাতেরা বলেছে তার দেবর ও ননদেরা জাদু করিয়েছে সে এই কথা বিশ্বাস করেছিলো আর সেরকম আচরন করছিল ফলাফল পারিবারিক অশান্তি। ছেলের বিয়ে হয়না আয় রোজগার নেই মাদকাশক্ত হয়ে গিয়েছিলো। বিয়ের উপযুক্ত অথচ বিয়ে হচ্ছেনা ইত্যাদি সব বিষয়। যা কোন জ্বিন বা যাদুর জন্য হয়নি। তারা এখনো মাহাতের দারস্থ হচ্ছে অথচ সত্যি কথা বিশ্বাস হচ্ছেনা। এরকম মানুষের সংখ্যা বেশি তাই সত্যিকারের রুকিয়াহ তাদের জীবনে কোন প্রভাব পড়েনা। কারন তাদেরকে শয়তান ও শয়তানের পিওন নাচিয়ে নিয়ে বেড়ায়। অবাক হলাম আমার খাতায় আরো একটি নতুন অভিজ্ঞতা যুক্ত হলো।