জ্ঞানের বিশাল প্রান্তর জুড়ে ইবলিশের কতৃত্ব। ইবলিশের পদঙ্খলনের ইতিহাস আদম আঃ কে কেন্দ্র করেই। তাই আদম সন্তানের বিরুদ্ধেই তার অবস্থান। এই অবস্থান দৃড় করতে তার কিছু সন্তান তাকে সাহায্য করে। তাদের নাম ও কাজ নিম্নরুপ।
*** প্ররোচনা দেয়া।
*** মানুষকে বিপথে পরিচালনা করা।
*** মানুষকে ধোকা দেয়া।
*** অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেয়া।
*** নিজের দলে অন্তর্ভুক্ত করা।
*** সঠিক পথ থেকে সরিয়ে নেয়া।
*** মানুষের শিরা উপশিরায় চলাচল করা।
*** পাপকে সুন্দর করে উপস্থাপন করা।
*** ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করা।
*** প্রভাব বিস্তার করা।
শয়তানের কিছু সন্তানের নাম ও তাদের দায়িত্ব্য।
জালিতুন : বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে, আর নিজের পতাকা গেড়ে থাকে।
ওয়াসিন : মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে।
লাকুস : অগ্নি পূজারিদের সঙ্গে থাকে।
আওয়ান : শাসকদের সঙ্গে থাকে।
হাফফাপ : মদ্যপায়ীদের সঙ্গে থাকে।
মুররাহ : গান-বাজনাকারীদের সঙ্গে থাকে।
মুসাব্বিত : বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে।
দাসিম : ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়।
ওয়ালহান : অজুর সময় কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
খিনজিব: নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে।
আল্লাহ আমাদের ও আমাদের সন্তানদের সকল প্রকার শয়তান থেকে হেফাজত করুন।